Rigid & Flexible পেভমেন্ট এর প্রস্থচ্ছেদের চিত্রসহ সংক্ষিপ্ত বর্ণনা করুন।

Rigid-&-Flexible-Pavement-with-figure

Rigid & Flexible পেভমেন্ট এর প্রস্থচ্ছেদের চিত্রসহ সংক্ষিপ্ত বর্ণনা করুনউত্তরঃ নমনীয় বা ফ্লেক্সিবল পেভমেন্টঃ যে সকল পেভমেন্ট কাঠামোগতভাবে বেশ নমনীয় এবং বেন্ডি বা ফ্লেক্সিবল প্রতিরোধ শক্তি কম এগুলোকে নমনীয় পেভমেন্ট বলে নিচের দিক হতে পর্যায়ক্রমে সাব গ্রেড, সাব বেস কোর্স, বেস কোর্স ও ওয়ারিং সারফেস এই চারটি স্তরের সমন্বয়ে নমনীয় পেভমেন্ট গঠিত

Flexible-Pavement

এ জাতীয় পেভমেন্ট সাব গ্রেডের বিকৃতি (Deformation) এর উপরের সকল স্তরকে প্রভাবিত করে এ ধরনের পেভমেন্টের পৃষ্ঠে আগত যেকোন ধরনের ভার পর্যায়ক্রমিক স্তরগুলির মাধ্যমে সাবগ্রেডের পৌঁছায় এবং এর ভারকে নিচের দিকে বৃহত্তর এলাকায় ছড়িয়ে দেয় এ ধরনের পেভমেন্ট সামান্য পরিমাণ টান প্রতিরোধে সক্ষম
মাটির সড়ক, গ্র্যাভেল সড়ক, ওয়াটার বাউন্ড ম্যাকাড্যাম সড়ক ও বিটুমেন সড়ক ইত্যাদি এ ধরনের পেভমেন্টের অন্তর্ভুক্ত


অনমনীয় বা রিজিড পেভমেন্টঃ যে সকল পেভমেন্ট কাঠামোগতভাবে বেশ রিজিড বা শক্ত এবং বেন্ডিং বা ফ্লেক্সিরাল প্রতিরোধ শক্তি অধিক এগুলোকে রিজিড বা অনমনীয় পেভমেন্ট বলে এধরনের পেভমেন্ট সিমেন্ট কংক্রিট, আর.সি.সি, প্রি-স্ট্রেসড কংক্রিট দিয়ে তৈরি এতে সাব গ্রেড ও পেভমেন্টকে এমনভাবে ডিজাইন করা হয় যেন কংক্রিট স্ল্যাব তার উপর আগত ভার, চাকার ঘর্ষণ ও ধাক্কা নিজেই প্রতিরোধ করতে পারে  এছাড়াও কংক্রিট স্ল্যাবের দৃঢ়তা ও উচ্চ স্থিতিস্থাপকতার কারণে এর উপর পতিত ভার নিম্নস্থ মাটির বৃহত্তর এলাকায় স্থানান্তর করে  এ ধরনের পেভেমেন্টের স্থায়িত্বতা অধিক সিমেন্ট কংক্রিট এর সকল ধরনের সড়কই এ ধরনের পেভমেন্ট দিয়ে নির্মিত হয়

Rigid-Pavement


  📗 Download as PDFMade By Sbook99

Thank You for Reading.
Share:

Popular

Labels Cloud

Blog Archive

Recent Posts

Subscribe by Email